খাগড়াছড়িতে দীর্ঘ প্রায় ৬ মাস পরে পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়েছে। এরপর থেকেই জেলার পর্যটন স্পটগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ পর্যটকেরা আসছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। তারা প্রাকৃতিক নিসর্গে ঘেরা দৃষ্টি নন্দন খাগড়াছড়িতে এসে যেনো ৬ মাস পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
সকালে জেলার প্রধান ব্যস্ততম এলাকা শাপলা চত্বরে এসব পর্যটকদের সাথে কথা বলে জানা গেলো স্বস্তির এবং উচ্ছ্বাসের কথাগুলো। পর্যটকেরা বলেন, করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কিংবা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টায় ঘর বন্ধী জীবনে হাফিয়ে উঠেছিলাম। তাই এখন খাগড়াছড়িতে ঘুরতে আসা।
তারা বলেন, আলুটিলা গুহা, রিছাংর্ঝণা, তারেং পাহাড়, হর্টিকালচার পার্ক, কৃষি গবেষণা উদ্যান ও মায়াবিনি লেকে ঘুরে বেড়াবেন। এদিকে পর্যটকের আগমনে বুকিং বেড়েছে জেলার আবাসিক হোটেল ও মোটেলগুলোতে। বেড়েছে রেস্টুরেন্টের বিক্রি ও ভাড়া পাচ্ছেন পর্যটকবাহী চাঁদের গাড়ি কিংবা জীপ গাড়ির চালকরা।
তাই খাগড়াছড়ির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের ধারনা পর্যটকদের এভাবে আসা-যাওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকলে দীর্ঘ ছয়মাস বন্ধের সময় যে ক্ষতি হয়েছিল তা পুষিয়ে নেয়া সম্ভব হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর