দিনাজপুরের ফুলবাড়ীতে ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এসব প্রতিবন্ধীরা হুইল চেয়ার পেয়ে তাদের চোখেমুখে ছিল আনন্দের উচ্ছাস। এ সময় ফুলবাড়ী উপজেলার ৫৬ জন উচ্চ মাধ্যমিক নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সোমবার ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা হল রুমে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ফুলবাড়ী উপজেলো নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান আতাউর রহমান মিল্টন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামসুন্নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাম্মৎ হাসিনা ভুইয়া, অফিসার ইনচার্জ ওসি ফখরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন