লালমনিরহাটের হাতীবান্ধায় দু’টি ঘর আগুনে পুড়ে গেছে। এ সময় ঘুমিয়ে থাকা মা ও দুই ছেলে অগ্নিদগ্ধ হয়েছেন। রবিবার রাতে উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই এলাকার জবেদ আলীর স্ত্রী হাজেরা বেগম, ছেলে আল আমিন ও হিমেল।
রাত পৌনে ১টায় খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মা ও দুই ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ নুরুল আমিন সরকার বলেন, রবিবার রাতে খাওয়া শেষে মা ও দুই ছেলে ঘুমিয়ে পড়েন। এ সময় চুলা থেকে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে দুটি ঘর পুড়ে যায়।
বিডি প্রতিদিন/আবু জাফর