চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ৫ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন উত্তরবঙ্গ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফোরামের নের্তৃবৃন্দ। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে উত্তরবঙ্গ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উত্তরবঙ্গ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রভাত টুডু।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু, জেলা কমিটির সাধারণ সম্পাদক কর্নেলিউস মুরমুসহ নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ৫ দফা দাবিসমূহ হচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষা সংরক্ষণ, পৃথক ভূমি কমিশন গঠন ও ভূমি থেকে উচ্ছেদ বন্ধ, সরকারি চাকুরিতে কোটা পুনর্বহাল, বাদ পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেটে নাম অর্ন্তভুক্ত এবং হত্যা ও ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
বিডি প্রতিদিন/আল আমীন