লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আনছারুল হক মিলন (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি পাটগ্রামে ব্যাংক থেকে নিজ বাড়ি কালীগঞ্জ উপজেলার ফেরার পথে নিহত হন। সোমবার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম উপজেলার মেসের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যাংক কর্মকর্তা পাটগ্রামে একটি ব্যাংকের ফাস্টট্রাক্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী জানায়, সোমবার বিকেল ৪টার দিকে মোটরসাইকেলযোগে পাটগ্রাম থেকে কালীগঞ্জে তার নিজ বাড়িতে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। ঘটনাস্থল হতে ঘাতক ট্রাকটিকে আটক করেছে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছে। এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর মাসুম খান বলেন, নিহতের মরদেহ, মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন