৭ মার্চ, ২০২১ ০৫:৩১

ফুলপুরে হঠাৎ বৃষ্টি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ফুলপুরে হঠাৎ বৃষ্টি

ময়মনসিংহের ফুলপুরে হঠাৎ এক পসলা বৃষ্টি হয়ে গেল। শনিবার বিকাল সাড়ে ৪টায় আকাশে গুড়গুড় শব্দ করে ঝরঝর করে পড়ছিল বৃষ্টি। মাঝে মাঝে তখন ছোট ছোট শিলাও গড়িয়ে পড়ছিল। তখন হঠাৎ থেমে যায় জনচলাচল। তবে এ বৃষ্টিতে ফসলের কোন ক্ষয়ক্ষতি হয়নি বরং এটা ভিটামিনের মত কাজ করেছে বলে জানায় কৃষকরা। 

উপজেলার বওলা গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, বৃষ্টিটা ফসলের জন্যে ভিটামিনের কাজ করবে। এতে কতটুকু যে উপকার হয়েছে তা বুঝানো যাবে না। 

সিংহেশ্বর ইউনিয়নের মারুয়াকান্দী গ্রামের কৃষক আরব আলী বলেন, অভাবের মধ্যেও মাচার ধান বিক্রি করে তেল কিনে আনছিলাম ক্ষেতে পানি দেওয়ার জন্যে। আল্লাহর রহমতে বৃষ্টিডা হওয়ায় আর পানি দেওয়া লাগবে না। 

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, যে সকল ক্ষেতে ধানের থোর বের হতে দেরি হচ্ছিল এই বৃষ্টিটাতে ওই থোরগুলো খুব দ্রুত বের হয়ে যাবে এবং ধানও হৃষ্টপুষ্ট হবে। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর