৭ মার্চ, ২০২১ ১৯:০৬

যমুনার তীরে বইয়ের আদলে ‘মুজিব দর্শন’ ম্যুরাল

সিরাজগঞ্জ প্রতিনিধি:

যমুনার তীরে বইয়ের আদলে ‘মুজিব দর্শন’ ম্যুরাল

সিরাজগঞ্জে যমুনা নদীরপাড় হার্ড পয়েন্টে উদ্বোধন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি বইয়ের আদলে ‘মুজিব দর্শন’ ম্যুরাল। ‘কারাগারের রোজনামচা’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ নামে দুই বইয়ের আদলে তৈরি করা হয়েছে ম্যুরালটি। 

রবিবার সকালে যমুনার হার্ড পয়েন্টে স্থাপিত ম্যুরালটি উন্মোচন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। ম্যুরালটি চারপাশে নিরাপত্তা দেয়াল জুড়ে বঙ্গবন্ধুর ফটো গ্যালারি তৈরি হয়েছে । 

অনুষ্ঠানে জেলা প্রশাসক ফারুক আহম্মেদ, পুলিশ সুপার হাসিবুল আলম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড কে এম হোসেন আলী হাসান, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বক্তব্য রাখেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর