৯ মার্চ, ২০২১ ১৬:৩৬

চাঁদাবাজির প্রতিবাদে কিশোরগঞ্জে মিশুক মালিক-চালকদের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি

চাঁদাবাজির প্রতিবাদে কিশোরগঞ্জে মিশুক মালিক-চালকদের বিক্ষোভ

চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মিশুক মালিক ও চালক সমিতি। আজ মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।

কর্মসূচিতে শহরের বিভিন্ন পয়েন্টে হলুদ গেঞ্জিধারীদের নির্যাতনের কথা উল্লেখ করে বক্তারা বলেন, 'হলুদ গেঞ্জিধারীরা জোরপূর্বক মিশুকের সিট নিয়ে যায় এবং চাঁদাবাজি করে। এমনকি শারীরিক নির্যাতনও করে।' মিশুক আটক করে পরে মোটা অংকের টাকায় ছেড়ে দেয় বলেও অভিযোগ করেন তারা। এতে বক্তব্য রাখেন মিশুক পরিবহন মালিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. সায়েম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়রের কাছে হলুদ গেঞ্জিধারীদের চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিকার দাবি করেন, অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন মিশুক মালিক ও চালক সমিতি।

 


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর