সাভারে বাসের চাপায় রিপোন কুমার নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
এ ঘটনার সাথে জড়িত গাড়িটি স্থানীয়রা ধাওয়া করে আটক করলেও এর চালক পালিয়ে যায়। আজ বুধবার সকালে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রিপোন কুমার নিজ মোটরসাইকেল চালিয়ে রাজধানীর মিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরে তিনি ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী (ঢাকা মেট্রো-ল-৩৯-২৮৩১) বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাত হোসেন জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর