বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিএনপি নেতা ও ইউপি সদস্যের পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে কয়েক লাখ টাকার মাছ মারা গেছে। বুধবার দুপুরে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভূস্কুর গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাকিম ভূস্কুর গ্রামে এক একর ৫৪ শতক পুকুরে রুই, কাতলা, ব্রিগেডসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। মঙ্গলবার রাতে যে কোন সময় পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। পরে সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে তাকে। স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি ইউপি সদস্যকে অবগত করেন।
বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল হাকিম বলেন, গ্রামের বাড়ির নিজস্ব পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার