বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী কবস্থানের কাছে মাটিবাহী ট্রাকচাপায় আমজাদ হোসেন (৩০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার চরনবীপুর গ্রামের আব্দুল মদিজের ছেলে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ইনচার্জ নুরন্নবী জানান, দুপুরে ভ্যানযোগে আমজাদ তার মাকে নিয়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদে বয়ষ্কভাতা কার্ড আনতে যাচ্ছিল। ভ্যানটি বগুড়া-নগরবাড়ী মহাসড়কের তালগাছী কবরস্থান সংলগ্নস্থানে পৌঁছালে মাটি বোঝাই একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আমজাদ মারা যায়। লাশ উদ্ধার করে পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন