সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে (বিএনবিসি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করার প্রতিবাদ ও অসামঞ্জস্যতা সংশোধনের দাবিতে সারা দেশের ন্যায় কুড়িগ্রামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ মানববন্ধন ও আলোচনা সভা করেছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে কুড়িগ্রাম জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।
মানবন্ধন শেষে বক্তব্য রাখেন জেলা আইডিবির সভাপতি নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, সহসভাপতি প্রকৌশলী সৈয়দ মাহফুজুর রহমান ও প্রকৌশলী রায়হান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং অসামঞ্জস্যতা সংশোধনের জন্য তিন দফা দাবি আদায়ে মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন প্রকৌশলীগণ।
বিডি প্রতিদিন/আল আমীন