পটুয়াখালীর গলাচিপায় এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে লিমন বেপারী (২৩) ও রুবেল হোসেন (২৫) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত ছাত্রীকে উদ্ধারের পর মেডিকেল পরীক্ষা করা হয়। এরপর জবানবন্দী রেকর্ড করার জন্য বুধবার গলাচিপা আদালতে নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার ওই ছাত্রীর বাবা গলাচিপা থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, লিমন বেপারী ও রুবেল হেসেন গত ৬ মার্চ রাতে গজালিয়া গ্রামের বাড়ি থেকে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার গলাচিপা থানায় লিমন ও রুবেলকে আসামি করে অপহরণ মামলা করা হয়। ওই রাতেই গলাচিপা থানা পুলিশ অভিযান চালিয়ে লিমন বেপারী ও রুবেল হেসেনকে গ্রেফতার করে। তাদের গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার হোসেন বলেন, মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা