কক্সবাজারের টেকনাফ বাহারছড়া শামলাপুর ২৩নং রোহিঙ্গা ক্যাম্প থেকে ৮ম দফায় আরও ১৫৯ পরিবারের ৬৯৮জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
আরআরআরসি অফিস সূত্র জানা যায়, বুধবার (৯ মার্চ) বিকাল ৩টার দিকে টেকনাফ বাহারছড়া শামলাপুর ২৩নং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক হতে উখিয়া কুতুপালং, বালুখালী মেগা ক্যাম্প ১৯ ও ২০ ক্যাম্পসহ অন্যান্য রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী স্বজনদের পাশাপাশি সদিচ্ছায় ক্যাম্প-২ এর পশ্চিমে ১৪ পরিবারের ৬৯ জন, ক্যাম্প-৯ এর ২৪ পরিবারের ৯৯ জন, ক্যাম্প-১১ এর ১২ পরিবারের ৬৩ জন, ক্যাম্প-১২ এর ১১ পরিবারের ৫৬ জন, ক্যাম্প-১৭ এর ৩৩ পরিবারের ১৪৫ জন, ক্যাম্প-১৮ এর ৪৭ পরিবারে ১৯৬ জন, ক্যাম্প-২১ এর ৬ পরিবারের ১৯ জন, ক্যাম্প-১৩ এর ১০ পরিবারের ৪২ জন এবং ক্যাম্প-২২ এর ২ পরিবারের ৯ জনসহ মোট ১৫৯ পরিবারের ৬৯৮ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আরআরআরসি কর্তৃক প্রদত্ত পরিবহনের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা