আগামী ১৭ মার্চ বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে স্থানীয় ৮টি দল অংশ নিচ্ছে। বুধবার বিকেলে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে বগুড়া স্পোর্টস্ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময়কালে টুর্নামেন্ট কমিটির আহবায়ক এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি এ ঘোষণা দেন।
তিনি জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দল হলো রহমান নগর ক্রিকেট ক্লাব (আরসিসি), স্পোর্টস জোন বগুড়া, জেসন-বিপুল স্মৃতি সংঘ, গুঞ্জন গ্রুপ স্পোর্টিং ক্লাব, সাত রং কিংস, এম, এইচ, আই ইন্টারন্যাশনাল, বগুড়া জিলাস্কুলের শিক্ষার্থীদের নিয়ে গড়া বিজেডএস-১৫ প্লাটুন এবং বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন একাদশ।
মতবিনিময় সভায় জানানো হয়, উদ্বোধনী দিনে একটি এবং প্রতিদিন তিনটি করে খেলা অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্বে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়।
আয়োজক কমিটির সদস্য গোলাম রব্বানী, আল রাজী জুয়েল, বগুড়া আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খালেদ মাহমুদ রুবেল, বগুড়া স্পোর্টস্ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক এইচ আলিম, সাবেক সভাপতি রাহাত রিটু, শুভ ইসলাম, তোফাজ্জল হোসেনসহ সাংবাদিক, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন