বগুড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহর স্বেচ্ছাসেবক লীগের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সেই সঙ্গে এক পক্ষের নেতাকর্মীরা অপর পক্ষের ব্যানার ছিঁড়ে ফেলেছে। এসব ঘটনায় আহত হয়েছে ৩ জন। বুধবার দুপুর ১টার দিকে শহরের টেম্পল সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে এসব ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সোহান, অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক ও ৬ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল। আহতরা সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টায় জেলা শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সভাপতি মশিউর রহমান মন্টি ও সাধারণ সম্পাদক লিটন শেখ তাদের সংগঠনের কর্মীদের নিয়ে সভা করছিলেন। একই স্থানে পূর্বেই সভা করার কথা ছিল শহর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি নাসিমুল বারী নাসিমের। কিন্তু, বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি নাসিমুল বারী দলীয় কার্যালয়ে গিয়ে শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সভাপতি মশিউর রহমান মন্টির সভা আয়োজন দেখতে পান। সভা করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং ৩ জন আহত হয়।
বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সভাপতি মশিউর রহমান মন্টি ও সাধারণ সম্পাদক লিটন শেখ জানান, আমরা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা ১২টায় দলীয় কার্যালয়ে সভা করার সময় নাসিমুল বারি হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণের নেতাকর্মীরা উত্তর শাখার ব্যানার ছিঁড়ে নেতাকর্মীদের মারপিট করে।
বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি নাসিমুল বারী নাসিম জানান, বুধবার দুপুর ১টায় দলীয় কার্যালয়ে শহর শাখার পূর্বনির্ধারিত বর্ধিত সভার আয়োজন করা হয়। কিন্তু সেখানে না জানিয়ে দক্ষিণের সভা শুরু করে। কথা বলতে গেলে উল্টো তারা হামলা করেছে।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজেদুর রহমান শাহীন জানান, শহর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি নাসিমুল বারী নাসিম তার লোকজন নিয়ে সভায় প্রবেশ করে হট্টগোল সৃষ্টি করে। এ ঘটনার সাথে জড়িতদের সকলকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে।
বগুড়া সদর ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) খোরশেদ আলম রবি জানান, দলীয় কার্যালয়ে শহর স্বেচ্ছাসেবক লীগের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের মাঝে হাতাহাতি মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন