শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত চার লেখককে শ্রীমঙ্গলে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার এসকেডি আমার বাড়ির আয়োজনে আমার বাড়ি রিসোর্টর গোবিন্দাস মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। সম্মাননাপ্রাপ্ত চার লেখক হলেন সুকুমার বড়ুয়া, সুজন বড়ুয়া, রাশেদ রউফ ও রহীম শাহ। তাদের মধ্য অসুস্থতার কারণে সুকুমার বড়ুয়া আসতে না পারায় তার পক্ষে সম্মননা গ্রহণ করে অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক উৎফলকান্তি বড়ুয়া।
দুইদিন ব্যাপী এই সম্মাননা অনুষ্ঠানের শেষ দিন শুক্রবার প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়। আর শেষ হয় দুপুর ১টায়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় বিকাল সাড়ে ৩টায়। শেষ হয় রাত ১০টায়। দিনব্যাপী এই অনুষ্ঠানমালায় শুরুতে উৎফলকান্তি বড়ুয়ার বক্তব্যর পর প্রবন্ধপাঠ করে শোনান সুজন বড়ুয়া। আলোচনায় অংশ নেন রহীম শাহ ও রাশেদ রউফ। আবৃত্তি করেন দেবাশীষ চৌধুরী রাজা, আয়েশা হক শিমু ও শর্মিষ্ঠা বড়ুয়া। ছিল ছড়াপাঠ, সম্মাননাপ্রাপ্ত চার লেখকের সংক্ষিপ্ত জীবনীপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগের দিন বৃহস্পতিবার অতিথিদের বরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সদস্যসচিব অবিনাশ আচার্য। প্রথম দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোমা দাস। দ্বিতীয় দিনে সজল দাশ। দুই দিনেই এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জলি পাল, আয়েশা হক শিমু ও দেবাশীষ চৌধুরী রাজা। মনের অনুভোতি ব্যক্ত করে বক্তব্য দেন সম্মননা প্রাপ্ত লেখক সুজন বড়ুয়া, রাশেদ রউফ ও রহীম শাহ। স্থানীয় আমন্ত্রিত অতিথি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম, সিলেট ও ঢাকা থেকে আসা লেখকরা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ