কুমিল্লার লাকসামের কালিয়াপুর দরবার শরীফের গদীনসীন পীর আহম্মদ উল্লাহ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাতে তিনি বার্ধক্যজনিত কারণে দরবার শরীফে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কালিয়াপুর পীর বাড়ির মরহুম পীর মোল্লা কাজিম উদ্দিনের দৌহিত্র এবং মরহুম পীর আবদুর রহমানের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে যান। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন।
পীর আহম্মদ উল্লাহর মরদেহ হিমায়িত গাড়িতে রাখা হয়েছে। আজ বাদ আসর কালিয়াপুর দরবার শরীফে তার জানাজা ও দাফন হওয়ার কথা রয়েছে।
মরহুমের স্বজন লাকসাম বাজারের ব্যবসায়ী সিরাজুল হক কালিয়াপুর দরবার শরীফের গদীনসীন পীর আহম্মদ উল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি সাদামাটা জীবন যাপন করতেন। তার মৃত্যুতে এলাকাবাসী গভীর শোকাহত।
বিডি প্রতিদিন/আল আমীন