নানা উপসর্গ নিয়ে অসুস্থ থাকা বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীকে (৫৫) এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়া হয়েছে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। তার উন্নত চিকিৎসার সব ব্যয়ভার বহন করছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।
দেশব্যাপী করোনার টিকা নেওয়ার উদ্বোধনী দিনে গত ৭ ফেব্রুয়ারি বাগেরহাট সদর হাসপাতালে করোনার টিকা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী। সেই থেকে বাগেরহাট সদর হাসপাতালে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি থেকে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন ধরনের টেস্ট করার পরও তার রোগ নির্ণয় করতে পারেনি। করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পর থেকে মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বুক-পিঠে ব্যথা, শরীরের দুর্বলতা, সার্বক্ষণিক জ্বরসহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ রয়েছেন।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরেও নির্দিষ্ট করে কোন রোগ শনাক্ত না হওয়ায় বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউতে রেফার্ড করেছে স্বাস্থ্য বিভাগ। এই অবস্থায় বিষয়টি নজরে আসে এমপি শেখ তন্ময়ের। এরপর এমপি শেখ তন্ময় ব্যক্তিগত তহবির থেতে সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেখে উন্নত চিকিৎসার সব ব্যয়ভার বহনসহ আজ এয়ার এম্বুলেন্সে করে নেয়ার ব্যবস্থা করেন।
বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে এই সাংবাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দেযার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোচ্ছাব্বেরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সহ-সভাপতি নকীব সিরাজুল হক, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, আহাদ উদ্দিন হায়দারসহ বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর পরিবারের সদস্যরা।
বিডি প্রতিদিন/আরাফাত