বগুড়ার শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ঘণিষ্ঠ সহচর দৈনিক ইত্তেফাকের উত্তরাঞ্চলী আবাসিক প্রতিনিধি মরহুম আমান উল্লাহ খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে।
সোমবার ১৫ মার্চ সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক ও রাজনীতিবিদ আমান উল্লাহ খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাংবাদিক আইয়ুব আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, শেরপুর শহিদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হাফিজুর রহমান, শেরপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মান্নান, প্রভাষক আব্দুস সাত্তার,আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান জিন্নাহ।
এর আগে একইদিন দুপুরে শেরপুর উপজেলায় মরহুম আমান উল্লাহ খান প্রতিষ্ঠিত জয়লা জুয়ান ডিগ্রি কলেজ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা ভাইচ চেয়ারম্যান শাহজামাল সিরাজী, বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-পরিচালক আব্দুর রউফ খান, কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহমান সরকার, সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, কলেজের অধ্যক্ষ হোসেন আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল