কোভিড- ১৯ মোকাবেলায় সচেতনতা উদ্যোগ নিয়েছে নেত্রকোনা জেলা পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় নেত্রকোনা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সচেতনতামূলক সমাবেশ ও মাস্ক বিতরণ কর্মসূচি করা হয়।
এ উপলক্ষে নেত্রকোনা মডেল থানার উদ্যোগে পৌরসভার মোড়ে শুরু হয় সমাবেশ। এতে পৌরসভা, সাংবাদিক সমাজসহ রেডক্রিসেন্টের কর্মীরা অংশ নেন। করোনার তৃতীয় ঢেউ মোকাবেলা করতে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল, সদর সার্কেল মোরশেদা খাতুন, কাউন্সিলর এসএম মহসীন আলম, রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, সাংবাদিক আলপনা বেগম প্রমুখ।
পরে ওই মোড় থেকেই প্রধান সড়কে চলাচলরত সাধারণ মানুষদের মাস্ক পড়িয়ে দিয়ে এবং স্যানিটাইজার ব্যবহার করতে অনুরোধ করা হয়। নিজে সচেতন থেকে অন্যকে সচেতন হতে সহযোগীতা করতে বলেন তারা। এছাড়াও জেলার ১০ থানার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর