বরিশালে নেশাজাতীয় জি-মরফিন ইনজেকশন বিক্রির দায়ে জুবায়ের ইসলাম রাসেল নামে এক মাদক ব্যবসায়ীকে ৮ বছর কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের দন্ডাদেশ দিয়েছেন আদালত। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম রবিবার বিকেলে আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত রাসেল বরিশাল নগরীর কেডিসি বালুর মাঠ এলাকার মালেক মোল্লার ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানান, ২০১৯ সালের ৯ জুন নগরীর গোড়াচাঁদ দাস রোড এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে ১০ পিস জি-মরফিন ইনজেকশন সহ আটক করে গোয়েন্দা পুলিশ। ওইদিন তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন। একই বছরের ২৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা একমাত্র আসামী রাসেলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন। ৯ জনের সাক্ষ্যগ্রহন শেষে ওই রায় ঘোষনা করেন বিচারক। রায় ঘোষনার সময় আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে সাঁজা এবং গ্রেফতারী পরোয়ানা জারীর নির্দেশ নির্দেশ দেন আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার