কুড়িগ্রামে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর হাত কর্তণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে ও মামলায় অন্তর্ভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার শাপলা চত্বরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে সেখানে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান চাঁদ, যুবলীগ নেতা রেজওয়ানুল হক দুলাল, মমিনুর রহমান মুমিন, স্বেচ্ছাসেবক লীগের জামান, ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব, ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন রনি প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন