কাহালুতে সড়ক দুর্ঘটনায় আহত হাবিবুর রহমান (৩৭) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা গেছেন। হাবিবুর রহমান কাহালু পৌর সদরের উলট্ট পশ্চিম পাড়ার মৃত মোকছেদ আলীর ছলে।
নিহতের পরিবার থেকে বলা হয়েছে, গত ২১ মার্চ সন্ধ্যায় বগুড়া থেকে বাড়িতে মোটরসাইকেলে চেপে আসার পথে কাহালুর বাখরা স্ট্যান্ডের পূর্ব পাশে একটি ব্রিজে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে হাবিবুর গুরুত্বরভাবে আহত হন। এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার