সাভারের আশুলিয়ার অপহরণের পর হত্যার শিকার শিশু রাজার পরিবারে চলছে শোকের মাতম। ছেলে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা খাদেজা বেগম। ছেলের ছবি বুকে নিয়ে ডুকরে ডুকরে কাঁদছেন তিনি। একই অবস্থা রাজার বাবা কালাম মাদবরের। পরিবারটিকে সান্তনা দিতে এলাকাবাসীসহ দূর-দূরন্ত থেকে আসা নারী-পুরুষরা ভিড় জমাচ্ছেন প্রতিনিয়ত। আত্মীয়-স্বজন বা গণমাধ্যম কর্মীদের দেখলেই কেঁদে ওঠেন মা খাদেজা বেগম। দাবি করেন খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির।
এদিকে শিশু রাজা খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে ফাঁসিতে ঝোলানোর দাবি এলাকাবাসীর।
আশুলিয়ায় ৪র্থ শ্রেণি পড়ুয়া রাজা মাদবর২৭ তারিখে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা জানতে পারেন নিজ বাড়ির ভাড়াটিয়ারা রাজাকে অপহরণ করেছে। এক পর্যায়ে ৫০ লাখ টাকাও দাবি করে আরিফুল ইসলাম নামে এই যুবক।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লিজা নামে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। আমরা মুল আসামি আরিফুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন