কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে বিল্লাল মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের আবু তাহের মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকালে বাড়ির পাশের ডুবিয়ার বন্দের জমি থেকে লাউ আনতে যান কৃষক বিল্লাল। এ সময় বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টির সাথে বজ্রপাতে আক্রান্ত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তার লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার