গত সোমবার থেকে সারাদেশে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। তৃতীয় দিনেও আজ মানিকগঞ্জে ঢিলেঢালা ভাবে লকডাউন চলছে। গণপরিবহন না চললেও ঢাকা-আরিচা মহাসড়কে সিএনজি, মোটরসাইকেল, হ্যালো বাইক চালাচল করছে।
এদিকে সবজি বাজার উন্মুক্ত স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা থাকলেও তা কেউ মানছেন না। খোলা রয়েছে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ। সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কম। মাস্ক ব্যবহার বাড়লেও সামাজিক দূরত্ব মানছে না বেশীর ভাগ মানুষ।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৬ জন, সিংগাইর উপজেলায় ২ জন, সাটুরিয়া, দৌলতপুর ও শিবালয় উপজেলায় ১ জন করে রোগী রয়েছে।
এ নিয়ে জেলায় ২ হাজার সাত জন রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ হাজার আটশো ৪৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত জেলায় মোট ৩৬ জন মারা গেছেন।
বিডি প্রতিদিন/হিমেল