গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মেহের আফরোজ চুমকির করোনা থেকে সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মহানগরী টঙ্গীর পাশে মাজুখান বাজার এলাকায় তার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী তিনি।
৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. জাহীদ আল মামুন, ওযার্ড আওয়ামী লীগ নেতা মো. হাসানুল বান্না মজু, মোহাম্মদ আলী, আবুল কাশেম, আওলাদ হোসেন, মোস্তফা কামাল ও ফজলুল হক মাস্টার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই