১৭ এপ্রিল, ২০২১ ২২:০০

খুলনায় করোনাকালে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় করোনাকালে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি

করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা কর্মহীন মানুষের মাঝে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে ৩০০ জন কর্মহীন ইজিবাইক-থ্রি হুইলার শ্রমিক ও দোকান কর্মচারীর মাঝে প্রতিজনকে সাত কেজি চাল, এক কেজি আলু, ডাল ৫০০ গ্রাম, তেল ৫০০ গ্রাম ও সবজিসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারি মানবিক সহায়তা সেলের আওতায় বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বরে কর্মহীনদের খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। 

উদ্বোধন অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন কর্মসূচিতে সভাপতিত্ব করেন।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর