ময়মনসিংহের ফুলপুরে করোনায় কর্মহীন হয়ে পড়া দুস্থ-অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এবার এই প্রথম ১২০ জন নাপিত, মুচি, ধোপা, চা বিক্রেতা, হিজড়া, হরিজন ও দুস্থ শিল্পীসহ কর্মহীন বিভিন্ন পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিজন কর্মহীন অসহায়কে খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি মশুর ডাল ও ১ কেজি করে পিয়াজ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমরা কিছু টাকা পেয়েছিলাম। ডিসি অফিস আমাদের দিয়েছিল। ওখান থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ওসি ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান ও অধ্যক্ষ রওশন আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই