কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এব মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার সকালে ইয়াবাসহ তাকে আটক করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ মডেল থানা পুলিশের এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ টিম বিশেষ অভিযান পরিচালনা কালে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদাপাড়া এলাকার সাইফুলের বসতঘরে তল্লাশি চালিয়ে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন হ্নীলা ইউনিয়নের লেদাপাড়া এলাকার জাফর আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)। তিনি আরও জানান, আটক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন