বগুড়ায় মোখলেছুর রহমান (৬৫) নামে এক গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের উত্তর কৃষ্টপুর পোল্লারপাড়া গ্রামে সড়কের পাশে পাটক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত মোখলেছুর উপজেলার কীচকের তালপুকুরিয়া এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম।
ওসি জানান, কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে ভোর রাতে যেকোনো সময় দুর্বৃত্তরা মোখলেছুর রহমানকে ঘটনাস্থলে জবাই করে হত্যা করেছে।
তিনি আরও জানান, হত্যার রহস্য উদঘাটনে সিআইডিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ