কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে দুই শতাধিক প্রতিবন্ধী ও ভিক্ষাবৃত্তির সাথে জড়িতদের মাঝে শাড়ি, লুঙ্গি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ফরিদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল, মহিলা সদস্য লাভলী বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন