৮ মে, ২০২১ ১২:৫১

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, চরম ভোগান্তি

মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, চরম ভোগান্তি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায়  চরম ভোগান্তিতে পড়েছে পারের অপেক্ষায় থাকা যাত্রীরা।  এছাড়া শত শত ব্যক্তিগত গাড়িও পাড়ের অপেক্ষায় রয়েছে।   

করোনা রোধে বিআইডব্লিউটিসি আজ শনিবার থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। এর মধ্যেই ঘাটে প্রায় ৪ শতাধিক ব্যক্তিগত গাড়ি এবং অনেক যাত্রী আটকা পড়ে। এছাড়া অনেক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। 

প্রচণ্ড রোদে আটকপড়া যাত্রী ও পরিবহণ শ্রমিকরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। বেশির ভাগ লোকজনের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্বের বালাই নেই । গাদাগাদি করে লোকজন চলাফেরা করছেন।

বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, সরকারি নির্দেশ যে যেখানে অবস্থান করছেন সেখানেই ঈদ করতে হবে। করোনা প্রতিরোধে আজ থেকে  পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিচলাচল বন্ধ করা হয়েছে। এতে পারের অপেক্ষায় বিপুল সংখ্যক সাধারণ যাত্রীদের সঙ্গে আটকা পড়েছে ৪ শতাধিক ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাক। 

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর