বগুড়ার ধুনট উপজেলার বাঙ্গালী নদী থেকে মমতা বেগম (৮০) নামে এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের বাঙ্গালী নদী থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। নিহত মমতা বেগম নিমগাছি ইউনিয়নের ধলিপাড়া গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী।
ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, রবিবার সকালে মমতা বেগম বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য নিজ বাড়ি থেকে নিমগাছি ইউনিয়ন পরিষদে যায়। সেখান থেকে মমতা বেড়েরবাড়ি ফকিরপাড়া গ্রামে মেয়ে কল্পনা খাতুনের বাড়িতে বেড়াতে যায়। এরপর সেখানে থেকে রবিবার বিকেলে বাড়ির উদ্দ্যেশে বের হন। সোমবার দুপুরে নিখোঁজ মমতা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন