শিরোনাম
- দুই বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ইবিতে ছাত্রদলের বিক্ষোভ
- বার্তা পরিষ্কার, জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে : আমীর খসরু
- নওগাঁয় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে : টুকু
- মোদি-শি-পুতিনের বৈঠকের পরই ভারতকে নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প
- প্রতিবন্ধী শিশুদের মাঝে গাছের চারা বিতরণ
- পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানের প্রেসিডেন্ট
- চবি সংঘর্ষে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মান্না
- দিনাজপুর সরকারি কলেজে ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
- মিয়ানমারের নির্বাচনে সমর্থন দিল ভারত
- আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
- নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুটিয়ে দিল বাংলাদেশ
- আফগানিস্তানে ত্রাণ সহায়তা দিতে টিম প্রস্তুত: ইউনিসেফ
- ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের ইশতেহার ঘোষণা
- ভূমিকম্পে গুঁড়িয়ে গেছে আফগানিস্তানের বহু গ্রাম
- ডাকসু নির্বাচন ভন্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার
- রংপুরে আগস্টে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি, প্রকৃতিতে রুক্ষভাব
- চারদিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু
- মোদিকে নিশানা করে আবারও আক্রমণাত্মক বক্তব্য ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টার
- সংস্কার দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়া
ঘূর্ণিঝড় ইয়াস: নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত
সাতক্ষীরা প্রতিনিধি
অনলাইন ভার্সন

বঙ্গোপসাগরের সৃষ্ট সুপার সাইক্লোন ইয়াসের প্রভাবে কপোতাক্ষ ও কোলপেটুয়া নদীর পানি উন্নয়ন বোর্ডের ১১টি পয়েন্ট বেড়িবাঁধ ভেঙে এবং অভারফ্লো হয়ে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনির ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে অসংখ্য চিংড়ি ঘের ও মৎস্য পুকুর।
বেলা সাড়ে ১১টার দিকে ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছাস আছড়ে পড়ে সাতক্ষীরার উপকূলে। জলোচ্ছাসের তাণ্ডব চলে বিকাল ৩টা পর্যন্ত। এতে আশাশুনি উপজেলার প্রতাপনগরের কুড়িকাওনিয়া, হরিশখালি, শুভদ্রাকাটি, চাকলা, দিঘলার রাইট, কুড়িকাউনিয়ার লঞ্চঘাট এলাকা, আনুলিয়া ইউনিয়নের নাকলা এবং শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নেবুবুনিয়া, গাবুরার বেশ কিছু এলাকার বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এছাড়া গাবুরা ইউনিয়নের চাঁদনিমূখা ও নাপিতখালী ক্লোজার উপচে পড়ে তীব্র গতিতে লোকালয়ে পানি প্রবেশ করে চাঁদনিমূখা, নাপিতখালি ও ৩নং মোল্লাপাড়া প্লাবিত হয়। এছাড়া বুড়িগুয়ালিনী, মুন্সিগঞ্জ, পদ্মপুকুরসহ কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর প্রায় শতাধিক পয়েন্টে ভয়াবহ ফাঁটল ও ভাঙন দেখা দিয়েছে।
এদিকে, কালিগঞ্জ উপজেলার হাঢ়াতদাহ লাকায় কালিন্দী নদীর জোয়ারের পানি উপচে পড়ে লোকালয়ে প্রবেশ করে। এতে রাস্তাঘাট ও বসতবাড়ি প্লাবিত হয়। এছাড়া পাঁচ শতাধিক মৎস্য ঘের ভেসে যায়।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদুল হক জানান, ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছাসের তাণ্ডবে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের অধীনে শ্যামনগর ও আশাশুনির অন্তত ১০ থেকে ১২টি পয়েন্ট ভেঙে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় পানি বৃদ্ধি পেয়ে ১৫ থেকে ২০টির মত স্থানে বেড়িবাঁধ উপচে পড়ে লোকালয়ে পানি প্রবেশ করে। এছাড়া বেঁড়িবাধ কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না। পরবর্তিতে সরেজমিনে গিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে।
আশাশুনি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাজমূল হুসাইন ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, কপোতাক্ষের বাঁধ ভেঙে প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া, হরিশখালি, শুভদ্রাকাটি, চাকলা, হরিখালি, দিঘলার রাইট, কল্যাণপুর, রুয়ের বিল, কুড়িকাউনিয়ার লঞ্চঘাট এলাকা, আনুলিয়া ইউনিয়নের নাকনা গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে সহস্রাধিক চিংড়ি ঘের ও ছোট বড় পুকুর। তকে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে দুই এক দিন পরে নির্দিষ্ট করে জানানো সম্ভব হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, পদ্মাপুকুর ইউনিয়নের একটি গ্রাম ও আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের ৫ থেকে ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। ১০টির বেশি পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে গেছে। তবে জেলায় মোট কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।
শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু জার গিফারি জানান, ইয়াসের প্রভাবে উপকূলবর্তী এলাকার ভেড়িবাঁধে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বাঁধ ভেঙে ও নদীর পানি উপড়ে পড়ে গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামসহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়ে আছে। তবে গ্রামবাসীরা এখন শঙ্কামুক্ত।
বিডি প্রতিদিন/আরাফাত
এই বিভাগের আরও খবর