ইয়াস ঝড়ে দেশের যে সব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকা পরিদর্শন করে তাৎক্ষণিক ব্যববস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মত পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের আগাম প্রস্তুতি থাকায় ইয়াস ঘূর্ণিঝড়ে শরীয়তপুরসহ সারা দেশে বড় ধরনের নদী ভাঙন হয়নি।
তিনি শুক্রবার সকালে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি এবং ইয়াস ঝড়ের প্রভাবে পদ্মা পাড়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে এসব কথা বলেন।
এসময় পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম অঞ্চল ফরিদপুর এর প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক সৈয়দ শাহিদুল আলম, শরীয়তপুর জেলা পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইয়াস ঝড়ে শরীয়তপুরের পদ্মার ডান তীরের বশতলা এলাকার নির্মাণাধীন অংশে ৭০ মিটার এলাকায় ফাটল দেখা দিলে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয় পানি উন্নয়ন বোর্ড।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন