বগুড়ার শেরপুরে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে রবিবার সকালে শহরের খেজুরতলাস্থ দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল আলম তোতার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে স্মরণসভা ও প্রয়াত এই নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ার, স্বাধীন কুমার কুন্ডু, রফিকুল ইসলাম মিন্টু, আলহাজ¦ ইছাহাক আলী, ফিরোজ আহম্মেদ জুয়েল, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান নিলু, আবু রায়হান, সোবাইদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচি উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন