সারাদেশের ন্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় আজ শনিবার দুপুরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হচ্ছে।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে শুরু হওয়া এ প্রদর্শনী দিনব্যাপী চলবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.পারভেজ চৌধুরীর সভাপতিত্বে ডা. মহিবুল্লাহ'র পরিচালনায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শতকত আলী। আরও বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সার্জন ডা. সাজ্জাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রদর্শনীর ৬০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখির প্রদর্শনীগুলো ঘুরে দেখেন।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শতকত আলী বলেন, 'দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।'
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, 'এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির