দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে সুলতান মাহমুদ (২৫) নামে এক যুবক মারা গেছেন। বুধবার দিবাগত রাত ৯টার দিকে বিরামপুর হাসপাতালের করোনা আইসলোশন ইউনিটে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার মৃত যুবকের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যার রিপোর্ট এখনও পাওয়া যায়নি বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
মৃত ওই যুবক বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত ফজরউদ্দিনের ছেলে। সে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত রবিবার থেকে বিরামপুর উপজেলা হাসপাতালে ভর্তি ছিলেন চিকিৎসক জানায়।
এদিকে, মৃত্যুর পূর্বে শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতাল থেকে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা হয়নি বলেও স্বজনেরা অভিযোগ তোলেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুল্লাহ আল মাহমুদ শোভন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার মৃত যুবকের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে নমুনা পরীক্ষার রেজাল্ট এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায়নি। তার আগেই বুধবার রাতে তিনি মারা যান। বুধবার রাতেই করোনা বিধি মেনে মৃত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং করোনা বিধি অনুযায়ী বৃহস্পতিবার ভোরে মৃত ব্যক্তির নিজ গ্রামে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন