২২ জুন, ২০২১ ১৪:২০

বরগুনায় যুব নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রশিক্ষণ

বরগুনা প্রতিনিধি

বরগুনায় যুব নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রশিক্ষণ

বরগুনা সদর উপজেলায় গৌরিচন্না ও ফুলঝুড়ি ইউনিয়নে অক্সফামের সহযোগিতায় জাগো নারীর বাস্তবায়নাধীন যুব সমাজের এসডিজি অর্জনসহ, জীবন দক্ষতা, দূর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক ও সাংস্কৃতিক বিষয় শক্তিশালীকরণ বিষয় প্রশিক্ষণ আজ জাগো নারীর পাঠশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণে ৩০ জন তৃণমূল পর্যায়ের যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বরগুনা উপজেলা কৃষি কর্মকর্তা বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নেটওয়ার্ক জেলা সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা, মিজানুর রহমান। প্রশিক্ষণ সমন্বয় করেন, জাগো নারীর প্রকল্প কর্মকর্তা, শ্যামল পাল। 

বিষয়ভিত্তিক আলোচনা করেন, সুদেব বিশ্বাস, হামিদা আক্তার। প্রশিক্ষণে যুবকদের স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনৈতিক সাবলম্বী করা, প্রযুক্তিকে সমাজ কল্যাণে ব্যাবহার, কৃষিকে গুরুত্ব দেওয়া, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে যুবকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে কর্ম পরিকল্পনা নেওয়া।

 


বিডি প্রতিদিন/ অন্তরা কবির  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর