গাজীপুরের কালিয়াকৈরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রবিবার সকালে কালিয়াকৈর উপজেলার আষাড়িয়া বাড়ি এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের গাবতলী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আশিক হোসেন (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার নিজ বাড়ি থেকে বের হয়ে নানা বাড়ির উদ্দেশ্যে চাপাইর ইউনিয়নের আশারিয়ায় আব্দুল মান্নানের বাড়িতে যান ওই যুবক। রবিবার সকাণে হলে স্থানীয়রা আশিকের মরদেহ কাঁঠাল গাছের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত আশিক হোসেন মানসিক বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ