গাজীপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আজ রবিবার সকালে থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
যাত্রীদের সূত্রে জানা গেছে, লকডাউনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিভিন্ন রিকশা, সিএনজি, ব্যাটারী চালিত রিকশা দিয়ে চলাচল করছেন। গন্তব্যস্থলে পৌঁছুতে যাত্রীরা ভিড় জমাচ্ছেন। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, 'আমরা সরকারের বিধি নিষেধের কঠোর অবস্থানে বদ্ধপরিকর। আমরা কোনভাবেই গণপরিবহন চলাচল করতে দিচ্ছি না।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির