মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে মুক্তিপণের দাবিতে আবির হোসেন (১২) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে একটি পাটক্ষেত থেকে গাংনী থানা পুলিশের একটি দল হাত বাঁধা লাশ উদ্ধার করে।
নিহত আবির চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল হকের ছেলে। আবির ও তার মা কয়েক বছর যাবত নানা বাড়ি মিনাপাড়া গ্রামে বসবাস করে আসছিল। আবির মিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
আবিরের নানা বাড়ি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আবির নিখোঁজ হয়। এরপর ওইদিন দিবাগত রাত ১২টার দিকে একটি পাটক্ষেত থেকে গাংনী থানা পুলিশের একটি দল আবিরের হাত বাঁধা লাশ উদ্ধার করে।
এ ঘটনায় মিনাপাড়া গ্রামের নুহু নবী মেম্বারের ছেলে হামিম হোসেন (১৬) ও একই গ্রামের মিরাজ হোসেনের ছেলে মুজাহিদ আলীকে (১৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকেই আবিরের মোবাইল ফোন থেকে একটি অপহরণকারী দল তার মা ও প্রবাসী বাবার মোবাইল নম্বরে কল করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিয়ে হলেও ছেলেকে ফেরত পেতে আকুল মিনতি জানান আবিরের বাবা আশাদুল ইসলাম ও মা রোজিনা খাতুন। তবে শেষ পর্যন্ত মুক্তিপণ না নিয়ে শ্বাসরোধে আবিরকে হত্যা করে পাটক্ষেতে মরদেহ ফেলে দেয় অপহরণকারীরা।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িত রয়েছে এমন সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পুলিশের একাধিক দল মাঠেও নেমেছে।
বিডি প্রতিদিন/এমআই