করোনা পরিস্থিতিতে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় কর্মহীন হয়ে পড়া ৪০০ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান।
রবিবার সকালে পৌরসভা চত্বরে পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায়, দুস্থ শ্রমিক, কর্মহীনদের মাঝে এ উপহার দেয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল। এসময় কাউন্সিলর আবু সাঈদ মিলন, সাইফুল ইসলাম, সাঈদুল ইসলাম, জুলফিকার আলী, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার