সোনাতলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিকেলে করোনা সচেতনতায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফিরিনের সভাপতিত্বে জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন।
সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ, মেডিকেল অফিসার ডাঃ রাব্বী হাসান, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আকতার বানু, আনসার-ভিডিপি অফিসার নাসিমুল ফেরদৌস, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্ডল, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, পাকুল্যা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান, সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, বর্তমান সভাপতি নিপুন আনোয়ার কাজল, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার জিল্লুর রহমান প্রমুখ।
জরুরী সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনা প্রতিরোধে সরকার সবধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। এখন সবচাইতে বেশি প্রয়োজন মানুষের সচেতনতার।’ তিনি স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে সবার প্রতি আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন প্রশাসনের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এ বৈশ্বিক সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি জানান বগুড়া জেলা প্রশাসকের নির্দেশক্রমে ২৮জুন থেকে আগামী ২৪ জুলাই পর্যন্ত বিনামূল্যে সোনাতলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা পরীক্ষার জন্য এন্টিজেন টেস্ট ফি দেয়া হবে। পাশাপাশি করোনা আক্রান্ত ব্যক্তি যারা খাদ্য ও অর্থ সংকটে ভুগছেন তাদের তাঁর সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।
সভা থেকে করোনা সচেতনতায় যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা, স্বাস্থ্যবিধি পালন, সরকারি বিধি পালনে সহায়তা, জ্বর বা করোনা সংশ্লিষ্ট উপসর্গ বোধ করলে করোনা পরীক্ষার আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার