বগুড়ার দুপচাঁচিয়ায় বসত বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিরা পশ্চিম পাড়ার আবুল কালাম সন্টুর ছেলে মাসুদ রানা (৩২), ভুট্টু মিয়ার ছেলে মামুনুর রশিদ মামুন (২৪) ও শাহিনুর আলম শাহীন (২০), তছির উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন (২৬) ও তালুচ পশ্চিমপাড়ার তফিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০)।
থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গুনাহার ইউপির ঝঝিড়া গ্রামের জনৈক মুক্তার হোসেনের বাড়ির রান্না ঘরে একদল জুয়াড়িরা আসর বসিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় দুই বান্ডিল তাস, চটি, ২ হাজার ৩৪০ টাকা জব্দ করা হয়।
দুপচাঁচিয়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার