টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি কিছুটা নামতে শুরু করলেও এখনো পানিবন্দি হয়ে রয়েছে অন্তত ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ। এছাড়াও ঢলের পানিতে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে চরম আতঙ্কে দিন পার করছেন শতাধিক পরিবার।
খবর পেয়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। এ সময় নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান।
এ সময় তিনি জানান, দীর্ঘদিন ধরেই এ সকল অঞ্চলে নদী ভাঙন চলে আসছে। গত বছর পানিসম্পদ মন্ত্রী এ সকল এলাকা পরিদর্শন করে গেছেন। পরবর্তীতে জরুরি ভিত্তিতে ১৬শ মিটার জায়গা মেরামতে প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বর্তমানে এর কাজ চলছে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত, উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
বিডি প্রতিদিন/আবু জাফর