চাঁদপুরের হাজীগঞ্জে গরু চোর চক্রের ৪ সদস্যকে পুলিশ আটক করেছে। আটকৃতরা হলেন- হাজীগঞ্জ মকিমাবাদ মল্লিক বাড়ির জাহাঙ্গীর আলম (৪৫), একই বাড়ির শাকিব (২০), কুমিল্লা চান্দিনার সুরিখোলা এলাকার সজিব (২৬) ও মতলব দক্ষিণের শরিফ (২৭)। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা এবংআদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
সোমবার (৫ জুলাই) হাজীগঞ্জ থানা প্রেসব্রিফিংইয়ে হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ ঘটনা তুলে ধরেন।
তারা বলেন, চোর চক্রের সদস্যরা সাইকেলযোগে বিভিন্ন এলাকায় ঘুরে পর্যালোচনা করে কোথায় কোথায় গরু আছে। সেসব বাড়িতে প্রবেশকরে গোয়াল ঘর ও গরুর অবস্থান চিহ্নিত করে। পরে সুবিধামত সময়ে এলাকার কাছাকাছি কোনও রাস্তায় গাড়ি রেখে কয়েকজন মিলে চুরি করা গরু নিয়ে আসে। প্রথমে তারা গাড়িতে গরুর মাথা, পরবর্তীতে গরুর পিছনে ধাক্কা দিয়ে গাড়িতে উঠিয়ে চারটি পা বেঁধে নেয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত