শেরপুরের শ্রীবরর্দী উপজেলার গভীর বন বালিঝুড়িতে গতকাল মঙ্গলবার নয় ফুট তিন ইঞ্চি দৈর্ঘ ও ৮ কেজি ওজনের বার্মিজ অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের বন্য প্রাণি সংরক্ষক (রেঞ্জার) আব্দুল্লাহ আল মামুন।
বন বিভাগ সূত্র জানায়, আজ ভোরের দিকে জামালপুর জেলার মাদারগঞ্জের চাত্রাপাড়া খালে মাছ ধরার সময় একটি অজগর ধরা পড়ে। স্থানীয় একজন ৯৯৯ এ ফোন করে জানালে এই অঞ্চলের বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগকে জানানো হয়। ভোরের দিকে সাপটিকে উদ্ধার করে যাবতীয় চিকিৎসা দিয়ে আজ সাপটিকে অবমুক্ত করা হয়।
রেঞ্জার মামুন জানিয়েছেন, সাপটি বানের পানিতে আসা মাছ শিকার করতে খালে এসে ধরা পড়ে এবং অক্ষত আছে। অজগরের উপযুক্ত বসবাসের স্থানেই তাকে অবমুক্ত করা হয়েছে। এসময় রেঞ্জার মামুন ছাড়াও উপস্থিত ছিলেন বণ্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির